• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ফ্রিল্যান্সিংয়ের আড়ালে পর্নোগ্রাফি তৈরি, ৪ যুবককে কারাদণ্ড


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৭:০৬ পিএম
ফ্রিল্যান্সিংয়ের আড়ালে পর্নোগ্রাফি তৈরি, ৪ যুবককে কারাদণ্ড

ফ্রিল্যান্সিংয়ের নামে পর্নোগ্রাফি তৈরি ও মাদক ব্যবসার অভিযোগে টাঙ্গাইলের মধুপুরে চার যুবককে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এসব বিষয় নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার (২৩ মে) বিকেলে মধুপুর পৌর এলাকার নয়াপাড়ায় সাইফুল নামে এক ব্যক্তির বাসায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৪ যুবককে গ্রেপ্তার ও তাদের কাজে ব্যবহৃত ৬ টি ল্যাপটপ, ১টি কম্পিউটার এবং ১০ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন মধুপুর পৌর এলাকার কাইতকাই গ্রামের শাহজাহান আলীর ছেলে সালমান খান (২২), ঝন্টু পালের ছেলে অন্তর পাল (২১), মেহেদী হাসান ফাহিম (২৩) ও ধনবাড়ী উপজেলার নরিল্যার রফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২১)।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন জানান, দন্ডপ্রাপ্তরা ফ্রিল্যান্সিংয়ের নামে পর্নোগ্রাফি তৈরি এবং মাদক সেবনসহ মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে ৪৯ হাজার টাকা জরিমানাসহ ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানকালে তাদের ব্যবহৃত ৬টি ল্যাপটপ, ১টি কম্পিউটার এবং ১০ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

Link copied!