• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরতে পুলিশ ঝাঁপিয়ে পড়ে : মাশরাফি


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ০৩:৩৫ পিএম
ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরতে পুলিশ ঝাঁপিয়ে পড়ে : মাশরাফি
মাশরাফি বিন মুর্তজা। প্রতিনিধি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা বলেছেন, “পুলিশ জনগনের বন্ধু। প্রতিটি ক্রাইসিস মুহূর্তে আইনশৃংখলা রক্ষায় পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরতে ঝাপিয়ে পড়ে।”

শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ মেমোরিয়াল ডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাশরাফি বিন মুর্তজা বলেন, “দেশের স্বাধীনতা সংগ্রামে অনেক পুলিশ সদস্য জীবন দিয়েছেন। আমি পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞ। পুলিশের যে কোনো ভালো কাজে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

পুলিশ সুপার মোহা: মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো: আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

এর আগে, বেলা ১১টায় পুলিশ লাইনসে স্থাপিত পুলিশ মেমোরিয়াল মনুমেন্টে নিহত পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা। শ্রদ্ধাঞ্জলি প্রদানের আগে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন সময়ে নিহত জেলার ২৪ জন পুলিশ সদস্য’র পরিবারের সদস্যদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।

Link copied!