• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ফেনীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২৩, ০৯:১০ পিএম
ফেনীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। তবে তার কোনো নাম ঠিকানা বা পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-চট্রগ্রাম রেলপথের ফেনী রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

ফেনী রেল পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর রেলের ৩ নম্বর লাইন হয়ে একটি মালবাহী ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের চাকার নিচে পড়ে কাটা পড়ে তিনি নিহত হন।

ফেনী রেল স্টেশনে দায়িত্বরত রেলওয়ে জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে। 

Link copied!