• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

ওবায়দুল কাদেরসহ নোয়াখালীর ৬ আসনে মনোনয়ন পেলেন যারা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩, ০৬:৩০ পিএম
ওবায়দুল কাদেরসহ নোয়াখালীর ৬ আসনে মনোনয়ন পেলেন যারা
নোয়াখালী-৫ আসন থেকে নির্বাচন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নোয়াখালী জেলা ৬টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে গণভবন থেকে সারা দেশের ৩০০ আসনের সঙ্গে নোয়াখালীর ৬টি আসনের মনোনয়ন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নোয়াখালীতে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) মো. মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মো. মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ (হাতিয়া) মোহাম্মদ আলী।

নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ৫টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন অপরিবর্তিত রয়েছে। তবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের পরিবর্তে তার স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে ২০২৪ সালের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। 

Link copied!