• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

রোহিঙ্গা ক্যাম্পে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪, ০২:৪৬ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে মো. ইয়াছিন (৩৫) এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন একই ক্যাম্পের সি-১ ব্লকের বাসিন্দা আব্দুল বারীর ছেলে। তিনি ক্যাম্পে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অধীনে শিশুদের জন্য চালু থাকা লার্নিং সেন্টারের নৈশপ্রহরী ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম বলেন, রাতে ইয়াছিন নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। এ সময় মুখোশধারী সাত-আটজন তাকে মারধর করে। একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে ফেলে রেখে যায়।

এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হত্যাকারীরা পালিয়ে যায় জানিয়ে ওসি আরও বলেন, কারা, কী কারণে এ হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

Link copied!