• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০২:২০ এএম
তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

বাগেরহাটের শরণখোলায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই আলম সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।

প্রতিষ্ঠান তিনটির মধ্যে উপজেলা সদর রায়েন্দা বাজারের শাহী ক্যাফে এন্ড মিনি চাইনিজকে ৩০ হাজার, মিনা হোটেলকে ৩০ হাজার এবং পাঁচরাস্তা মোড়ের শাহিনুর ডেন্টাল ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।

নূর-ই আলম সিদ্দিকী জানান, শাহী মিনি চাইনিজ এবং মিনা হোটেলের সব খাবারই অস্বাস্থ্যকর। নোংরা পরিবেশে এসব খাবার তৈরি এবং পচা-বাসি খাবার গরম করে তা মানুষকে খাওয়ানো হচ্ছে। এসব খাবার খেলে যে কোনো মানুষ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, শাহিনুর ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর তিনটি দাঁত কেটে ফেলার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এমন অভিযোগে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়।

Link copied!