নওগাঁর পত্নীতলায় নিজ বাড়ির ছাদে লাইসেন্সকৃত একনলা বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন ইয়াকুব আলী (৫৫)।
বুধবার(৩০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার আকবরপুর ইউনিয়নের চেরাডাঙা গ্রামে ইয়াকুবের নিজ বাড়ির ছাদে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত ইয়াকুব আলী একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় ও থানা  সূত্রে জানা যায়, আনুমানিক বেলা সাড়ে ১১টায় ইয়াকুবের বাড়ি থেকে গুলির শব্দ হয়। স্থানীয়রা তার বাড়ির ছাদে ছুটে গিয়ে দেখেন ছাদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। পাশে তার লাইসেন্স করা একনলা বন্দুক পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। বেশ কিছু দিন থেকে তাদের বাবার সম্পত্তি নিয়ে পারিবারিক কলহ চলছিল বলে জানান স্থানীয়রা।
 
পত্নীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনা স্থলে গিয়ে ইয়াকুবের লাশ এবং পাশে থাকা একনলা বন্দুকটি জব্দ করে। প্রাথমিক তদন্ত শেষে ইয়াকুব তার নিজ বন্দুক গলায় ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পোস্টমটেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































