বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নওগাঁর পত্নীতলায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে পত্নীতলা থানার আয়োজনে থানা চত্বরে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মখলেসুর রহমান ও গগনপুর উচ্চবিদ্যালয়ের শারীরিক শিক্ষক ইউসুফ আলীর পরিচালনায় এ কাবাডি প্রতিযোগিতায় লাল এবং নীল দল অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, এসআই জিল্লুর রহমান, এসআই মিজানুর রহমান, এএসআই নজরুল ইসলামসহ স্থানীয় সুধিজন ও সাংবাদিকরা।
খেলায় লাল দল ৩৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং নীল দল ৩২ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে।
দুই দলের অধিনায়ক আব্দুল কাদের ও রফিক উদ্দীন বলেন, “খেলায় হার-জিত থাকবে। খেলা পরিচালক যে রায় দিয়েছে আমরা তা মেনে নিয়েছি।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































