• ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

কেয়ারটেকারের বাড়িতে এসে বিপাকে গার্মেন্টস মালিক, এরপর যা হলো


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১১:২৬ এএম
কেয়ারটেকারের বাড়িতে এসে বিপাকে গার্মেন্টস মালিক, এরপর যা হলো
গোলাম মোস্তফা ওরফে কামাল। সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি গ্রামে কেয়ারটেকার মোহাম্মদ আলীর বাড়িতে বেড়াতে এসে জনতার হাতে অবরুদ্ধ হয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী গোলাম মোস্তফা।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ব্যবসায়ী গোলাম মোস্তফা তার বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ আলীর গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। স্থানীয়রা তার গতিবিধি সন্দেহজনক মনে করে তার পরিচয় জানতে চান। এ সময় তিনি নিজের নাম গোলাম মোস্তফা ওরফে কামাল বলায় পতিত সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সন্দেহে স্থানীয়রা তাকে একটি ঘরে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানায় নিয়ে যায়।  

পুলিশ জানায়, গোলাম মোস্তফা ওরফে কামাল ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সফট টেক্স গার্মেন্টসের মালিক। 

সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, এলাকাবাসীর খবরে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে তার পরিচয় যাচাই-বাছাইয়ের পর পরিবারের লোকজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Link copied!