• ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২, ২৬ রবিউস সানি ১৪৪৭

৬ দিনের রিমান্ডে মমতাজ


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০২:৫৩ পিএম
৬ দিনের রিমান্ডে মমতাজ

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া পাহারায় তাকে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। 

বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজিরা শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আদালত চত্বরে মমতাজ বেগমের ফাঁসির দাবিতে স্লোগান দেন জেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে মানিকগঞ্জ আদালত পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নিয়মিত হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। হাজিরা শেষে সিংগাইরে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হবে ও হরিরামপুরে দুই দিনের রিমান্ডে নেওয়া হবে।

Link copied!