• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

গলায় ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০২:৪২ পিএম
গলায় ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মাসুদ রানা

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। রোববার (২০ এপ্রিল) ভোরে জেলা পুলিশ লাইনস ব্যারাকের তৃতীয় তলায় টয়লেটের জানালার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ওই পুলিশ সদস্য হলেন মো. মাসুদ রানা (৩৪)। তিনি নাটোর জেলার গুরুদাসপুর থানার পাঁচশিশা এলকারা মৃত আব্দুল মজিদের ছেলে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চত করেছেন।

আশরাফুল আলম বলেন, ‘কনস্টেবল মাসুদ জুগিপাড়া তদন্ত কেন্দ্র বাগমারায় কর্মরত ছিলেন। অসুস্থতাজনিত কারণে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং চিকিৎসা শেষে পুলিশ লাইনস ব্যারাকে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ এবং মানসিক সমস্যার কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন।’

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!