• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রাম জেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ০৭:৫৯ পিএম
কুড়িগ্রাম জেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত
আ ন ম ওবাইদুর রহমান। ছবি : প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা পরিষদের উপনির্বাচনে বেসরকারিভাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৫২৭টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীক নিয়ে মো. জাফর আলী পেয়েছেন ৪৭১টি ভোট।

শনিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সব কটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নিবার্চন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন মো. জাফর আলী। পরে জেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই পদে আবারও আনারস প্রতীক নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমানের মোটরসাইকেল  প্রতীকের কাছে ৫৬ ভোটে পরাজিত হন।

এ নির্বাচনে জেলার ৯টি উপজেলায় মোট ভোটার ছিল ১০১৩ জন। ভোট পড়েছে ১০০৬ জনের। ভোটে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন বলেন, “জেলায় ৯টি উপজেলার ৯টি ভোট কেন্দ্রে শান্তি পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই বেসরকারিভাবে ৫৬ ভোটে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের আ ন ম ওবাইদুর রহমান।”

Link copied!