• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ফেরি থেকে পড়ে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ০৩:৩৬ পিএম
ফেরি থেকে পড়ে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার
নিহত ফজলুল হক। ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে নদী থেকে ফজলুল হকের (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার (১১ ডিসেম্বর) ভোরে ফেরির পন্টুনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে। এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোবাইলে কথা বলার সময় ফজলুল হক ফেরি থেকে নদীতে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, “ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করি। নদীর গভীরতা ও স্রোতের কারণে প্রথমে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে ভাসমান অবস্থায় আমরা তার মরদেহ উদ্ধার করেছি।”

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসউদ্দিন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!