পুলিশের ওপর হামলা করে ১৪ মামলার আসামিকে নিয়ে গেল দুর্বৃত্তরা


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৩:৩৪ পিএম
পুলিশের ওপর হামলা করে ১৪ মামলার আসামিকে নিয়ে গেল দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে ১৪ মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৭ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার আরাজী পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া আসামির নাম শাহজাহান আলী (৪৮)। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের আরাজী পাইকপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। শাহজাহান আলীর বিরুদ্ধে মাদক, প্রতারণাসহ ১৪টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামি শাহজাহান আলীকে ধরতে পাইকপাড়া গ্রামে অভিযানে যান ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য। এসময় আসামি শাহজাহানকে ধরতে সক্ষমও হন তারা। তবে হঠাৎ আশপাশ থেকে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, অভিযানে পুলিশ সদস্য কম থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যথেষ্ট পুলিশ সদস্য থাকলে আসামি ফসকে যাওয়ার কোনো সুযোগ ছিল না। গতকালের ঘটনায় পুলিশের পক্ষে থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। আর শাহজাহান আলীকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আসামি ছিনতাইয়ের ঘটনায় যে ব্যক্তিরা জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!