• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৭:৪৭ পিএম
সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়িতে মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. গোলাম আকবর (২৫) নামের এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে।  

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আহত গোলাম আকবর নাইক্ষ্যংছড়ির চাকঢালা এলাকার ছৈয়দ আজিমের ছেলে।

এ বিষয়ে নাইক্ষ‍্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহজাহান, “অবৈধভাবে মিয়ানমার থেকে চোরাই গরু আনতে গেলে মাইন বিস্ফোরণের শিকার হন গোলাম আকবর (২৫)। এতে তার বাম পায়ের গোড়ালি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। এছাড়াও শরীরের ম্পর্শকাতর স্তানে মারাত্মক জখম হয়েছে। আহত যুবককে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।”
 

Link copied!