• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৩:১৬ পিএম
সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু সীমান্তের ওপারে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে তুমব্রু পশ্চিমকুল সীমান্ত পিলারের ‘লাল কাইন্দা’ নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সেখানে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইন ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনে এপার থেকে দুই যুবক ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত যুবককে উদ্ধার করে গাড়িতে তুলে উখিয়ার কুতুপালং এম এস এফ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। আহত যুবকের নাম ইউনুছ (২৫)। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত এজাহার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরাকারবারি, দেশীয় পণ্য মিয়ানমারে পাচারের সময় আরাকান আর্মি কর্তৃক নির্দেশিত পথ না মেনে অন্য রুটে যাওয়ার চেষ্টা করায় এই দুর্ঘটনা ঘটেছে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, “মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!