• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

কামরাঙ্গীরচরে গোডাউনে ভয়াবহ আগুন


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৮:২৫ এএম
কামরাঙ্গীরচরে গোডাউনে ভয়াবহ আগুন

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে কামরাঙ্গীরচরে ঝাউলাহাটি এলাকায় লোহার রেক তৈরির ওই টিনশেডের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আযাদ জানান, রাত পৌনে ১টার দিকে কামরাঙ্গীরচরে ঝাউলাহাটি এলাকার লোহার রেক তৈরির ওই টিনশেডের গোডাউনে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Link copied!