• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২, ১৪ রবিউস সানি ১৪৪৭

আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৯:০৬ এএম
আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভাস্কর বাগচি

নাটোরে ভাস্কর বাগচি (৪৮) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের লালবাজার মহল্লার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ভাস্কর বাগচি ওই এলাকার চান্দু বাগচির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নাটোর জজ কোর্টের আইনজীবী ও আয়কর উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি নাটোর জেলা হিন্দু মহাজোটের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা নিজ বাসার সিঁড়ির পাশে রডের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ভাস্কর বাগচিকে ঝুলতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় গামছা বা রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ সুপার বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার পেছনের সম্ভাব্য কারণগুলোও তদন্ত করা হবে।

Link copied!