• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

দুই সাংবাদিকের ওপর ভূমিদস্যুদের হামলা


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০৭:৪৪ পিএম
দুই সাংবাদিকের ওপর ভূমিদস্যুদের হামলা

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর ও হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া। তারা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রোববার (১১ সেপ্টম্বর) বিকেল ৩টার দিকে বানিয়াচং উপজেলা সদরের রূপরাজখার পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রাজীব নূর জানান, বানিয়াচংয়ের ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখল নিয়ে তিনি তথ্য সংগ্রহ করতে ওই এলাকায় যান। এ সময় দখলদার ওয়াহিদ মিয়া লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করেন। এসময় ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবি মুছে ফেলে দিয়েছে হামলাকারীরা।

রাজীব নূর বলেন, “আমার আঘাত খুব মারাত্মক নয়। তবে মারাত্মক হতে পারত। ইট নিয়ে আমার সঙ্গীর ওপর হামলা করা হয়েছে। একটুর জন্য রক্ষা পেয়েছে সে। আমরা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় মামলা করতে যাবো।”

বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, “ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!