• ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ১ রবিউল আউয়াল ১৪৪৬

‘খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য’


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৯:৪৯ এএম
‘খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য’
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। রোববার (২৪ আগস্ট) কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবাষির্ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বরকতউল্লা বলেন, “একটি কথা না বললেই নয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। কারণ, ‘গ্রামবাংলার মা-বোনদের বিবর্তন ও সাংস্কৃতিক উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তিনি ৯১ সালে ক্ষমতায় এসে মেয়েদের জন্য বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেন, উপবৃত্তি চালু করেন। সেই যুগান্তকারী সিদ্ধান্তই আজকের নারীর উন্নয়নের ভিত্তি।”

বরকতউল্লা বুলু আরও বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না। ‘দেশি-বিদেশি বহু শক্তি বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে। ভূ-রাজনৈতিক বাস্তবতায় সারা বিশ্বের ‘ঈগল পাখির চোখ’ এখন বাংলাদেশের দিকে। এসব চোখ উপেক্ষা করেই দেশকে রক্ষা করতে হবে, যেখানে বিএনপিই একমাত্র ভরসা।’ 

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের (সুমন)। প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

Link copied!