• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

জাপা যুক্তরাষ্ট্রের ভিসানীতি সমর্থন করে : জি এম কাদের


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০২:৩৮ পিএম
জাপা যুক্তরাষ্ট্রের ভিসানীতি সমর্থন করে : জি এম কাদের

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রের ভিসানীতি সমর্থন করে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, “সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়ক হবে। এটিকে বিদেশি হস্তক্ষেপ বলা হলেও এই নীতি জনগণের মনের অবস্থার পক্ষে। আমরা এই ভিসা নীতি সমর্থন করি।”

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শেরপুর সার্কিট হাউজে জেলা জাপার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, “আমেরিকা আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক অবস্থা ঠিক করতে ওই ভিসানীতি দিয়েছে। অবাধ নির্বাচনের জন্য এখনো প্রস্তাবনা ঠিক হয়নি। সবার সঙ্গে আলোচনা করে প্রস্তাবনা ঠিক করা হবে।”

তিনি বলেন, “আমরা ৩০০ আসনের জন্য প্রস্তত আছি। তবে আগামীর পরিস্থিতি বিবেচনায় দলের শক্তি সামর্থ্য ও নেতাকর্মীদের ইচ্ছা অনুযায়ী জোট বা একক নির্বাচনের প্রস্ততি নেওয়া হবে।”

Link copied!