• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

সুযোগ পেলে খুলনা শহরকে বদলে দেব: মুশফিক


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৯:৩০ এএম
সুযোগ পেলে খুলনা শহরকে বদলে দেব: মুশফিক

২০১৮ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন এস এম শফিকুর রহমান মুশফিক। এবারও তিনি নির্বাচন করছেন মেয়র পদে। তবে এবার তার পরিচিতি ইসলামি মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে।

বুধবার (৭ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন মুশফিক।

ইশতেহারে মুশফিক বলেন, “আমি ছাত্রজীবন থেকে ইসলামি ও জাতীয়তাবাদী আদর্শ মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাসী। আমি যে অবস্থায় যেখানে থেকেছি, এ থেকে বিচ্ছিন্ন হয়নি। আমাকে সুযোগ দিন, আমি খুলনা শহরকে বদলে দেব। খুলনা শহরকে নিয়ে অনেক পরিকল্পনা করে রেখেছি।”

মুশফিক আরও বলেন, “ট্যাক্স হোল্ডারদের স্মার্টকার্ড প্রদান, শ্রমিক-কর্মচারীদের ৯০ মাসের গ্রাচ্যুইটি ফান্ড গঠন, এসডিজি নীতিমালা অনুসরণ ও উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হবে। সিটি করপোরেশনের প্ল্যানিং শাখায় দক্ষ জনবল নিয়োগ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে।”

সাধারণ মানুষ এখনো নির্বাচন নিয়ে সংশয়ে আছেন উল্লেখ করে তিনি বলেন, “তবে পরিবেশ ভালো। আমি চাই মানুষ ভোটকেন্দ্রে আসুক। তাদের যাকে পছন্দ, তাকে ভোট প্রদান করুক।”

Link copied!