• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

নিখোঁজের দুদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৭:৪৬ পিএম
নিখোঁজের দুদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
দুইদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার। ছবি : সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলায় নিখোঁজের দুইদিন পর মোসা. সুখী আক্তার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরি খেয়াঘাট এলাকার সড়কের পাশে ঝোপঝাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোসা. সুখী আক্তার একই এলাকার মো. হাসান সর্দারের স্ত্রী ও উপজেলার করাইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা এলাকার বাবুল ফকিরের মেয়ে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন ওই গৃহবধূ। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে নকরি খেয়াঘাট এলাকার সড়কের পাশে ঝোপঝাড়ে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের বাবা মো. বাবুল ফকির বলেন, “আমার আদরের মেয়েটাকে যারা মেরে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই। আমার মেয়ে খুবই সহজ-সরল ছিল।”

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, নিহত সুখী আক্তারের লাশের ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!