• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০২:১৭ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি রানী (২৬) নামের এক গৃহবধূর মৃত‌্যু হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঝুমকি ওই এলাকার মৃণাল রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে বিদ‌্যুতের লোকাল লাইনের একটি তার ছিঁড়ে পড়েছিল। চলাচল করার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি রানী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ধীমান রায় জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!