• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ০১:১৮ পিএম
ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা
সাভার মডেল থানা। ছবি : সংগৃহীত

সাভারে ঋণের চাপে আরজিনা বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার পল্টন মাতব্বরের মালিকানাধীন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আরজিনা বেগম পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানা হাকিমপুর গ্রামের আব্দুল আজিজ মেয়ে। তিনি সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার পল্টন মাতব্বরের মালিকানাধীন ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহত আরজিনার বড় ভাই শাহজাহান জানান, আরজিনার স্বামী সুরুজ দুইজনের থেকে সুদে টাকা ধার নেন। অতিরিক্ত সুদের কারণ টাকা পরিশোধ করতে পারেনি সুরুজ। পরে সুদের টাকা দিতে না পারায় সোমবার (১১ মার্চ) বাড়ি থেকে পালিয়ে যায় তিনি।

সুরুজ পাওনা ও সুদের টাকা পরিশোধ না করে পালিয়ে যাওয়ায় মমতাজ নামে এক পাওনাদার আরজিনাকে বকাঝকা করে। সেই ক্ষোভ রাতে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে। পরে দরজা ভেঙে আরজিনার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিয়েছি‍‍` বলে জানান তিনি।

সাভার মডেল থানার উপপরিদর্শক(এসআই)মনিরুজ্জামান মনির জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ওই গৃহবধূর মরদেহ পাঠানো হবে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Link copied!