• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

সাতক্ষীরায় টানা বৃষ্টি, ঝুঁকিতে বেড়িবাঁধ


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৩:০২ পিএম
সাতক্ষীরায় টানা বৃষ্টি, ঝুঁকিতে বেড়িবাঁধ

সাতক্ষীরায় নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি হচ্ছে। এতে আতঙ্কে রয়েছে উপকূলীয় বাসী। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। ঝুঁকিপূর্ণ থাকলেও এখনও পর্যন্ত উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভাঙনের খবর পাওয়া যায়নি। তবে কিছু কিছু জায়গায় বেড়িবাঁধ ছাপিয়ে পানি ঢুকছে লোকালয়ে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার রায়হান জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯.৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, নদীতে এখন জোয়ার রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৩ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও ভাঙনের খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কমপক্ষে ৩৫টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। 
 

Link copied!