• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

হিলি স্থলবন্দরে ট্রাক থেকে বিপুল মাদক জব্দ


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১১:৪০ এএম
হিলি স্থলবন্দরে ট্রাক থেকে বিপুল মাদক জব্দ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নেশাজাতীয় এ্যমপোল জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের দায়ে ভারতীয় ট্রাক ও ট্রাকের চালক কৃষ্ণ রায়কে (৩৬) বন্দরের হেফাজতে রেখেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হিলি স্থলবন্দরের ২নং ওজন স্টেশনের সামনে খৈলবোঝাই ভারতীয় ট্রাক থেকে মাদকগুলো জব্দ করা হয়।

ট্রাকচালক কৃষ্ণ রায় ভারতের হিলি থানার তিরমনি এলাকার সন্তোষ রায়ের ছেলে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব রায় বলেন, “জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) থেকে আমরা তথ্য পাই যে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে মাদক পরিবহন করে নিয়ে আসা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও কাস্টমস যৌথভাবে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ওজন স্টেশনের সামনে থাকা ট্রাকে অভিযান চালায়। এ সময় ট্রাক চালকের কেবিন থেকে ফেনসিডিল ২২৩ বোতল, ফেয়ারডিল ৯৬ বোতল ও ৩ হাজার ৮০০ পিস নেশাজাতীয় অ্যামপোল জব্দ করা হয়।”

স্টেশনের রাজস্ব কর্মকর্তা আরও বলেন, “এ ঘটনায় ট্রাকটি ও এর চালককে বন্দরের হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!