• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১৫


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০৬:২০ পিএম
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। পুড়ে গেছে পাঁচটি দোকান।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার বাহারচড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে একটি গ্যারেজের সব মালামাল পুড়ে গলেও বাকি চারটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, গ্যারেজে ওয়ারিংয়ের কাজ করার সময় আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডের পর আবারও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উপজেলার বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তানভীর বলেন, দুপুর গ্যারেজে কাজ করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলার পর হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এ সময় কয়েকজন আহত হন।

Link copied!