• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সিলিন্ডার বিস্ফোরণে দুটি ঘর পুড়ে ছাই


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০৪:০৯ পিএম
সিলিন্ডার বিস্ফোরণে দুটি ঘর পুড়ে ছাই

নোয়াখালীর সেনবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ওমান প্রবাসীর বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়চারিগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে ইয়াসমিন আক্তার বলেন, “সকালে আমার ছোট বোন মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন তার জন্য মা নাস্তা বানাতে যায়। গ্যাসের পাইপের সমস্যা থাকায় মা এক মিস্ত্রীকে ডেকে আনেন। মিস্ত্রি গ্যাসের পাইপের মুখে নতুন রেগুলেটর লাগিয়ে চুলার সুইচ চালু করার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে একে একে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তেই আমরা নিঃস্ব হয়ে গেছি।” 

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বাপ্পী হোসাইন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”  

সেনবগা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, “বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগী পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।”

Link copied!