• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

কবিরাজের কাছে বোনের ‘জিন’ ছাড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১২:৩১ পিএম
কবিরাজের কাছে বোনের ‘জিন’ ছাড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ
কুদ্দুস মিয়া

কুমিল্লার দেবীদ্বারে কবিরাজের কাছে ছোট বোনের ‘জিন’ ছাড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় সোমবার বিকেলে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা। কবিরাজ কুদ্দুস মিয়া জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুন সকালে ছোট বোনের জিন ছাড়াতে কুদ্দুস কবিরাজের বাড়িতে যান ওই গৃহবধূ (১৯)। চিকিৎসার একপর্যায়ে কুদ্দুস মিয়া নানা কৌশলে গৃহবধূকে নিজের বসতঘরের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে রাখে। পরে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে গৃহবধূর কাছ থেকে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয় কুদ্দুস মিয়া। দীর্ঘদিন ধরে ভিডিও প্রকাশের হুমকি দিয়ে একাধিকবার গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সম্প্রতি মোটা অঙ্কের টাকা দাবির পর গৃহবধূ তা দিতে অস্বীকৃতি জানালে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনসহ বিভিন্ন মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়।

ধর্ষণের শিকার গৃহবধূ সাংবাদিকদের জানান, তিনি তার ছোট বোনকে জিন ছাড়াতে নিয়ে যান কবিরাজ কুদ্দুসের কাছে। চিকিৎসা শুরুর আগে সে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তার স্বাক্ষর নেয়। পরে তাকে অন্য একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। সেই ভিডিও দেখিয়ে টাকা দাবি করে। বিভিন্ন জায়গা থেকে টাকা এনে দিলেও সে ভয় দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরে তার ভাইকে বিদেশ পাঠানোর কথা বলে আরও তিন লাখ টাকা নেয়। টাকা ফেরত চাইলে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে আরও টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর স্বামীর বাড়ির লোকজনের কাছে ভিডিও ছড়িয়ে দেয়।

ভুক্তভোগীর মা বলেন, ‘ভণ্ড কবিরাজের ফাঁদে পড়ে আমার মেয়ের সংসার ভেঙে গেছে। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।’

দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈনউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!