বিএনপি ও বিরোধীদের ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ অন্যান্য রুটে যাত্রীবাহী বাস চলাচল না করলেও পণ্যবাহী পরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান চলতে দেখা গেছে।
সোমবার (৬ নভেম্বর) সকালের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ জেলার অন্যান্য রুটে পণ্যবাহী পরিবহন, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা কমতে থাকে। জেলা সদর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
সিরাজগঞ্জ শহরে তিন চাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে। সরকারি-বেসরকারি অফিস আদালত ও দোকানপাট খোলা রয়েছে। তবে শহরে লোক সমাগম কম।
এদিকে জেলা ও উপজেলা শহরে অবরোধবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।
সকাল থেকে মহাসড়কের কোথাও কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার জন্য পুলিশি টহল জোরদার রয়েছে।