• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মুরগিবাহী কাভার্ড ভ্যানে আগুন


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩, ০৮:৪৫ এএম
মুরগিবাহী কাভার্ড ভ্যানে আগুন
আগুনে পুড়ছে মুরগিরবাহী কাভার্ড ভ্যান। ছবি : সংবাদ প্রকাশ

পাবনা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মুরগিরবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ির সম্মুখ অংশ পুড়ে গেছে এবং গাড়িতে থাকা প্রায় সাত হাজার মুরগির বাচ্চা মারা গেছে। এ ঘটনায় চালকও আহত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, এসিআই কোম্পানির একটি মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যান মাওনা থেকে পাবনার যাওয়ার পথে দুর্বৃত্তরা মশাল নিয়ে গাড়ির গতিরোধ করে। এ সময় সম্মুখভাগে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে প্রায় সাত হাজার মুরগি মারা যায়। 

খায়রুল বাশার আরও জানান, সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Link copied!