• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০২:১৭ পিএম
হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে গেছে দুটি দোকান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় দীঘির পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে ওই এলাকার নুরুল আলমের ফার্নিচার দোকান এবং বাছা মিয়ার চায়ের দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম হাটহাজারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান সংবাদ প্রকাশকে বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আশপাশের অনেক দোকান রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Link copied!