• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজশাহীর আরডিএ মার্কেটে আগুন


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪, ০৯:৩০ পিএম
রাজশাহীর আরডিএ মার্কেটে আগুন
রাজশাহীর আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

রাজশাহীর আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শামিমুল ইসলাম বিষয়ঠি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করে আরডিএ মার্কেটের গেটের সামনে ডানপাশে এক নম্বর গতির দোতলায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। এ সময় ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে আসতে শুরু করেন। ব্যবসায়ীরাও যে যার মতো মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা খবর দেওয়া পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বলেন, “আমরা খবর পেয়ে ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় ৩০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে সেটা এখনই বলা সম্ভব নয়।”

শামিমুল ইসলাম আরও বলেন, আগুনে দুইটি গোডাউন পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

Link copied!