রাজনীতিতে মতবিরোধ থাকবে, কিন্তু ভিন্নমত দমাতে গায়ে হাত তোলা, মঞ্চে আগুন দেওয়া, ব্যানার পুড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী আচরণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
রোববার (২০ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে রাঙামাটিতে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “রাজনীতিতে মতবিরোধ থাকবে, কথার লড়াই থাকবে, কিন্তু ভিন্নমত দমাতে গায়ে হাত তোলা, মঞ্চে আগুন দেওয়া, ব্যানার পুড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী আচরণ। আমরা আমাদের ভুলগুলো শুধরে নেব, প্রবীণদের কথাও শুনবো, তবে কথায় কথায় আমাদের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার হুমকি, তিরষ্কার—এসব থেকে শেখার কিছু নেই। আগামীর বাংলাদেশে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি গড়তে চাই।”
পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, “সম্প্রীতি, সৌহার্দ্য ও ইনসাফের রাজনীতি কায়েম হোক। আমরা তরুণ প্রজন্ম ভুল-ভ্রান্তির ঊর্ধ্বে উঠে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজব্যবস্থা গড়তে জীবন দিতে প্রস্তুত। যেখানে সব জাতিগোষ্ঠী, ধর্ম ও ভাষাভাষী মানুষের সমান অধিকার নিশ্চিত হবে।”