• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

বেতন না দিয়ে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ


সাভার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৬:৫৯ পিএম
বেতন না দিয়ে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

সাভারে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শুশমো কিটটেক্স নামের একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার পৌর এলাকার নামাবাজার-সাভার বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

পোশাক শ্রমিক আলমগীর জানান, শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। কিন্তু শ্রমিকদের পাওনা টাকা পরিশোধে কয়েকবার সময় নিলেও তা পরিশোধ করেনি। তাই কারখানার শ্রমিকরা পাওনা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এ বিষয়ে জানতে শুশমো কিটটেক্স কারখানার মালিক মতিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

Link copied!