• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, তিন যুবককে পুলিশে দিলেন স্থানীয়রা


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪, ০৫:৫১ পিএম
ডিবি পরিচয়ে চাঁদাবাজি, তিন যুবককে পুলিশে দিলেন স্থানীয়রা
ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় তিনজন গ্রেপ্তার। ছবি : প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধায় উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার জটিয়ারপাড়া দাঁতভাঙ্গা ব্রিজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে লাবণ্য (২৩), একই এলাকার আলা উদ্দিনের ছেলে শেখ আকাশ (২১) এবং জুয়েল মিয়ার ছেলে জুবাইদুর রহমান (ওরফে) খোকন (২৫)।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, ডিবি পুলিশ পরিচয়ে তারা দাঁতভাঙ্গা ব্রিজে চাঁদাবাজি করছিল। তাদের আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে তিনজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। তাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানোর বিচারক তাদের কারাগারে পাঠান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!