• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ, আটক ১


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৮:২৮ পিএম
ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ, আটক ১

যশোরের বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ ঘটনায় অগ্নিকাণ্ডে অফিসের মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) ভোরে পোর্ট থানা এলাকার ছোটআঁচড়া মোড়ের আলিফ ট্রান্সপোর্ট অফিসে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিস ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ৪টি শক্তিশালী তাজা ককটেল ও ৪টি হাত বোমাসহ লিটন (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক লিটন বেনাপোল বৃত্তিআঁচড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি আলিফ ট্রান্সপোর্ট অফিসে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।”

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া সংবাদ প্রকাশকে জানান, বিস্ফোরণে ওই ঘরের পাশের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। লিটন নামে একজনকে ৪টি হাত বোমা ও ৪টি তাজা ককটেলসহ আটক করা হয়েছে।

Link copied!