• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘ঈগল’ ভেবে শকুন নিয়ে নির্বাচনী প্রচার


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ০৮:৩৮ পিএম
‘ঈগল’ ভেবে শকুন নিয়ে নির্বাচনী প্রচার
বন বিভাগের কর্মকর্তারা শকুনটি উদ্ধার করেন।ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ঈগল’ ভেবে জীবন্ত শকুন নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এক প্রার্থীর সমর্থকরা। পরে দেখা যায় সেটি ঈগল নয়, বিপন্ন প্রজাতির একটি শকুন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা বন বিভাগের কর্মকর্তারা শকুনটি উপজেলার মকা গ্রাম থেকে উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের মকা হাওর থেকে ওই শকুনটি ধরা পরে। পরে পাখিটিকে ঈগল ভেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে জেলা বন বিভাগ কর্মকর্তারা অবহিত হলে অভিযান চালিয়ে শকুনটি উদ্ধার করেন।

বন বিভাগের হবিগঞ্জ জেলা রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, বিপন্ন প্রজাতির এই শকুনটি বর্তমানে অসুস্থ। উপযুক্ত চিকিৎসার পর শকুনটি অবমুক্ত করা হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!