• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

মিশর হত্যা : একজ‌নের মৃত্যুদণ্ড, দুইজ‌নের যাবজ্জীবন


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৩:০১ পিএম
মিশর হত্যা : একজ‌নের মৃত্যুদণ্ড, দুইজ‌নের যাবজ্জীবন

নারায়ণগ‌ঞ্জের বন্দরে মিজান সিকদার মিশর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩ অক্টোবর) সকাল পৌনে ১০টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান এ রায় ‌দেন। বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নবীগঞ্জ এলাকার দেলোয়ার হোসনের ছেলে মিঠু। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন নোয়াদ্দা এলাকার মঞ্জুর হকের ছেলে মুন্না এবং নোয়াদ্দা এলাকার বংগার ছেলে শয়ন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মিশরের সঙ্গে তর্ক হয় মিঠুর। একই বছরের ২৩ জুলাই রাতে মশার কয়েল কিনতে গেলে মিঠু ও তার সহযোগীরা মিশরকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিশরকে মৃত ঘোষণা করেন।

জেলার পুলিশ পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনার পরদিন নিহতের ভাই সানি বাদী হয়ে মিঠুকে প্রধান আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি ও ১২ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের আরও এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজা প্রদান করা হয়। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!