• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে ডেঙ্গু রোগী বাড়ছেই


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৩:২৩ পিএম
টাঙ্গাইলে ডেঙ্গু রোগী বাড়ছেই

টাঙ্গাইলে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ১১৪ জন। মোট সুস্থ হয়েছেন ৯৬৬ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৮ জন রোগী। এ জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২১ জন, নাগরপুর উপজেলায় ৮ জন, মির্জাপুর উপজেলায় ৯ জন, মধুপুর উপজেলায় ৫ জন, গোপালপুর উপজেলায় ৩ জন এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে।

Link copied!