• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কচর্চা শুরু করা হবে’


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ০৩:৩৪ পিএম
‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কচর্চা শুরু করা হবে’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কচর্চা শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, “দেশে বিতর্কচর্চার দীর্ঘদিনের একটা ঐতিহ্য আছে। আমরা আমাদের স্কুল, মাদ্রাসা ও কারিগরিসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এর চর্চা শুরু করতে চাই।”

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজে একটি বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি তিনি এসব কথা বলেন।

বিতর্কচর্চা মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষতা বাড়ায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের নতুন প্রজন্মকে মুক্তচিন্তার মানুষ হিসেবে, যুক্তিবাদী মানুষ হিসেবে, প্রযুক্তিবান্ধব নয়া প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সবচেয়ে বড় কথা, তাদের পরম সহিষ্ণু হতে শেখায়।”

জাতীয় পর্যায়ের এ বিতর্ক উৎসবে সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়সহ প্রায় ১৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার বিতার্কিক অংশ নিয়েছেন। বিতার্কিকদের সঙ্গে শিক্ষকসহ সব মিলিয়ে প্রায় সাত হাজার লোকের সমাগম হয়েছে এ উৎসবে।

এর আগে, ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বির্তক উৎসব-২০২২ উদ্বোধন উপলক্ষে র‌্যালিতে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী।

Link copied!