• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজার মৃত্যু


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৫:২৮ পিএম
বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জের সদাগর পাড়ায় বিদ্যুতায়িত হয়ে চাচা সায়েদ আলী ও ভাতিজা সুলতান মিয়ার মৃত্যু হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ওই ঘটনা ঘটে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শহরের সদাগর বাড়ির বাসিন্দা কুবাত আলীর ছেলে সুলতান মিয়া কসাই (৪৫) দুপুরে নিজ বাড়িতে গোসলখানায় গোসল করতে যান। গোসলখানায় বিদ্যুৎচালিত মোটরের তার লিকেজ থাকায় সুলতান কসাই বিদ্যুতায়িত হয়ে পড়ে।

এ ঘটনা দেখে তার চাচা তালেব উদ্দিনের ছেলে সায়েদ আলী (৫৫) সুলতান কসাইকে উদ্ধার করতে গিলে নিজেও বিদ্যুতায়িত হয়। পরে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিলে বকশীগঞ্জ হাসপাতালের কর্মরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, “ঘটনাটি খুবই দুঃখজনক। নিহতদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!