• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত বেড়ে ৭


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৮:৩৭ পিএম
ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রফিকুল ইসলাম নামের আরও এক জেলের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

শামীম আহসান বলেন, “কক্সবাজারে নৌকায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রফিক নামে আরও এক জেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।”

এর আগে, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।  নোঙর করা ট্রলারটিতে মোট ১৮ জন জেলে ছিলেন। এ ঘটনায় দগ্ধ হন ১২ জন জেলে।

Link copied!