• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

সমাবেশের আগে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০১:০৪ পিএম
সমাবেশের আগে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে পূর্বনির্ধারিত সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে। পরে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করে বিএনপি।

‘উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ’ এবং ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ মে) সকাল সাড়ে ৮টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। তবে সমাবেশ শুরুর আগেই দলটির কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

একই সময় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে পিডিবি অফিসের সামনে তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পিডিবি অফিসের সামনে অবস্থান নেন। আধা ঘণ্টা পর ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।

এর পরিপ্রেক্ষিতে সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্যের আগেই সমাবেশ শেষ হয়।

নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, “পুলিশের কঠোর অবস্থানের কারণে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।”

Link copied!