• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

নদী ভাঙন ঠেকাতে বালুদস্যুদের হাত থেকে মুক্তি চান তীরবর্তী মানুষ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৪:০৬ পিএম
নদী ভাঙন ঠেকাতে বালুদস্যুদের হাত থেকে মুক্তি চান তীরবর্তী মানুষ

ফরিদপুরে ভাঙন ঠেকাতে বালুদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন নদীর তীরবর্তী সাধারণ মানুষ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সবুজ শেখের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও ভূমিদস্যু আনোয়ার হোসেন আবু, মো. আজম ও মো. আলম শেখের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে নদী ভাঙনের শিকার ভুক্তভোগী ছাড়াও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বাদশা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, ডিগ্রীরচর ইউনিয়নের ৭৮৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাকি বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আবু, মো. আজম ও মো. আলম শেখ দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরতলির ডিগ্রিরচর ও নথচ্যানেল ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন। তাদের বালু উত্তোলনের কারণে সেখানকার পরিবেশ বিপর্যয় হয়েছে। অনেক বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে। তাই অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা যারা তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

Link copied!