• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে বিএনপির ঝটিকা মিছিল, ১০ নেতাকর্মী আটক


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০২:৩০ পিএম
কুড়িগ্রামে বিএনপির ঝটিকা মিছিল, ১০ নেতাকর্মী আটক

সারা দেশে ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে কুড়িগ্রামে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপি।  
বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরাতন থানা পাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলে অর্ধশত নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়।

অপরদিকে, নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান, উলিপুর জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, রাজিবপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শামীম আহমেদ, রৌমারীর জামায়াতে ইসলামীর কর্মী শফিকুল ইসলাম, ফরিদুল হক, শাহাদাত হোসেনসহ রাজারহাট বিএনপির ২ জন ও লালমনিরহাটের ১ জন কর্মী।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু বলেন, “আমি শুনেছি আমাদের একজন ভাইস প্রেসিডেন্টসহ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। আমাদের ৭২ ঘণ্টার অবরোধকে বানচাল করতে সরকার বাধা সৃষ্টি করছে।”

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মীদের আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

Link copied!