• ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২, ১৬ রবিউস সানি ১৪৪৭

চলন্ত গাড়িতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৫:৪৮ এএম
চলন্ত গাড়িতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় চলন্ত গাড়িতে গুলি করে এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই গাড়ির চালকও আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। তিনি রাউজানের বাগোয়ান ইউনিয়নে বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। আব্দুল হাকিম বিএনপি নেতা গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর অনুসারী হিসাবে পরিচিত ছিলেন। এ ছাড়া তিনি গরুর খামার ও হারবাল ওষুধ ব্যবসায়ী।

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিক আজিজ জানান, আবদুল হাকিম গাড়িতে করে শহরের দিকে আসছিলেন। মদুনাঘাটে কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এলোপাতাড়ি তাকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আহত গাড়ি চালককে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আব্দুল হাকিমের ভাই মুহাম্মদ পারভেজ জানান, তার ভাইয়ের শরীরে একাধিক স্থানে গুলি করেছে সন্ত্রাসীরা।

আব্দুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি গত ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর রাউজানের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে রাজনীতির সঙ্গে সক্রিয় হন। নানা অনুষ্ঠানে গিয়াস উদ্দিন কাদেরের সঙ্গে মঞ্চে থাকতেন। তিনি হারবাল ব্যবাসার পাশাপাশি গরুর খামারি ছিলেন।

Link copied!