• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাসে আগুন, ভেতরেই পুড়ে মৃত্যু চালকের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ১০:১৬ এএম
বাসে আগুন, ভেতরেই পুড়ে মৃত্যু চালকের

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তদের আগুনে আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় বাসের চালক জুলহাস মিয়া (৩৫) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায়।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, রাতে ভালুকজান এলাকায় সড়কের পাশে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তখন বাসের ভেতরেই ছিলেন চালক জুলহাস মিয়া—তিনি বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেন।

তিনি বলেন, “ঘটনাটিতে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, এটি নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!