আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর আসনে নির্বাচনী মাঠে সরব হয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন তিনি।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিনভর তিনি কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কৃষক, শ্রমিক ও সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন।
গণসংযোগ চলাকালে কৃষকদের সঙ্গে মাঠে গিয়ে তাদের ধান কাটতে দেখা যায় মুফতি আমির হামজাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে— তিনি মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন গ্রামে যান, পরে কৃষকদের পাশে দাঁড়িয়ে হাতিয়েও ধান কাটেন। কিছুক্ষণ পর কৃষকদের বুকে জড়িয়ে ধরে নির্বাচনী লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
স্থানীয়রা জানান, মুফতি হামজার এমন সরাসরি মাঠে নেমে প্রচারণা ভোটারদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকেই তা নিয়ে মন্তব্য করছেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিটের জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরাও গণসংযোগে অংশ নেন।




































